![বড়াইগ্রামে কমিউনিটি ক্লিনিকের হাসপাতালে তালা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/20/clinic_abnews_121577.jpg)
বড়াইগ্রাম (নাটোর), ২০ জানুয়ারি, এবিনিউজ : এবার জাতীয়করণের দাবিতে গরিবের হাসপাতাল নামে পরিচিত কমিউনিটি ক্লিনিকের কর্মীরা একযোগে আন্দোলনে নেমেছেন। ক্লিনিক কর্মীরা অর্থাৎ কমিউনিটি হেলথ কেয়ার প্রেভাইডাররা (সিএইচসিপি) দায়িত্ব ছেড়ে নিজ নিজ ক্লিনিকে তালা ঝুলিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতী পালন করছেন।
হঠাৎ সেবা বঞ্চিত হয়ে সংশ্লিষ্ট এলাকার দরিদ্র, অসহায় রোগীরা পড়েছেন চরম বিপাকে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩৮টি কমিউনিটি ক্লিনিকে কর্মীরা তাদের নিজস্ব সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ওই কর্মসূচিতে নেমেছেন।
আজ শনিবার সকাল ১১টায় উপজেলার বাগডোব কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায় গেটে তালা ঝুলছে। বাহিরে আঞ্জুয়ারা বেগম (৪৮) নামে এক দরিদ্র নারী সেখানে অপেক্ষা করছেন। পেটের পিরা ও জ্বরের চিকিৎসা নিতে এসেছেন তিনি। কিন্তু সকাল ১১টাতেও ক্লিনিক খোলা না পেয়ে হতাশ, তিনি জানেন না হঠাৎ কেন বন্ধ হয়ে গেল ক্লিনিক।
সাংবাদিক দেখে তিনি বলেন, বাড়ির কাছে হাসপাতাল হয়ে ভালই হইয়েছে। অন্যের জমিতে কাজ করি, এর ফাঁকেই এসে চিকিৎসা আর ওষুধ নিয়ে যাওয়া যায়।
সকাল ১২টায় বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সকল সিএইচসিপিরা মূল ফটকের সামনে “জাতীয় করণের দাবীতে অবস্থান কর্মসূচি” ব্যানার টাঙিয়ে চট বিছিয়ে বসে আছেন। সেখানে গিয়ে কথা হয়, দাড়িখৈর ক্লিনিকের কর্মী ও তাদের সংগঠনের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মানিক, নাটোর জেলা কমিটির যুগ্ম সম্পাদক আওয়াল কবিরাজ, বড়াইগ্রাম কমিটির সভাপতি সেলিম উদ্দিন, সম্পাদক আমিনুল ইসলামের সাথে।
তারা বলেন, এটা বর্তমান সরকারের মেয়াদের শেষ বছর। আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব প্রকল্পের কর্মী। আমরা কেন এখনো প্রকল্পে থেকে অনিশ্চিয়তায় ভুগবো। তাই প্রধানমন্ত্রীর শেষ কৃপা লাভের আশায় আমরা সারাদেশের ১৪ হাজার কর্মী একসাথে মাঠে নেমেছি। আশা করি তিনি আমাদের নিরাশ করবেন না। তারা আরও বলেন, এই কর্মসূচি আজ শনিবার, রবিবার ও সোমবার চলবে। দাবী আদায় না হলে ১ ফেব্রুয়ারী থেকে লাগাতার শুরু হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পরিতোশ কুমার বলেন, সিএইচসিপিরা ক্লিনিকের দায়িত্ব ছেড়ে আন্দোলনের নামার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিজস্ব প্রকল্প এটা, তাই অবশ্যই এটা জাতীয়করণ হবে বলে সকলেরই বিশ্বাস। সে ঘোষণা এলে কর্মীরাও কাজে ফিরে আরো যতœশীল ভাবে দায়িত্ব পালন করবেন।
এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/এমসি