![শিবপুরে শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/20/mp_abnews_121578.jpg)
শিবপুর (নরসিংদী), ২০ জানুয়ারি, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়ার নিজ বাড়িতে আজ শনিবার সকাল ৯টায় শহীদ আসাদের সমাধীতে দোয়া ও মিলাদ, পুস্পস্তবক অর্পণ, র্যালী, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।
পুস্পস্তবক অর্পণ করেন- স্থানীয় এমপি সিরাজুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির পক্ষে সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির পক্ষে সভাপতি আবুল হারিছ রিকাবদার, প্রফেসর আবদুল মান্নান খান, আবু ছালেক রিকাবদার, শহীদ আসাদের পরিবারের পক্ষে ডা: নূরুজ্জামান।
শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, শহীদ আসাদ কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নরসিংদী জেলা ওয়াকার্স পার্টি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাতীয় মুক্তি কাউন্সিল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, মোমেন চন্দ পাঠাগার, কলেজ গেইট পশ্চিম ব্যাসায়ী সমিতি, উপজেলা ছাত্রলীগ, ছাত্রদল, আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ।
শহীদ আসাদ ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রি ঔষধ চিকিৎসা সেবা প্রদান করেন হামদর্দ, ইনসেপটা, এরিস্টোফার্মা, শিবপুর ড্রাগ হাউজ।
স্থানীয় এমপি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, শহীদ আসাদের বাড়ির প্রবশে পথের রাস্তায় একটি দৃষ্টিনন্দন গেইট এবং আগামী বছর অনুষ্ঠানের যাবতীয় ব্যায় আমি বহন করবো।
এছাড়া ঢাকা-সিলেট মহা-সড়কের উপজেলার ইটাখোলা গোল চত্তরকে শহীদ আসাদ চত্তর বাস্থবায়নের জন্য প্রায়োজনীয় ব্যবস্থা নিব।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/এমসি