
কাউখালী (পিরোজপুর), ২০ জানুয়ারি, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে আজ শনিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে কাউখালী সরকারী এসবি বালিকা বিদ্যালয়ে জাতীয় মাধমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সপ্তাহ ২০১৮ পালিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ ছালাম, এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, কেউন্দিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরন কুমার মন্ডল, কাউখালী মহাবিদ্যালয়ের প্রভাষক রবিন মুখপদ্যায়, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান)’র সাধারণ সম্পাদক মোঃ শামছুর রহমান মিজান প্রমুখ।
শেষে বিভিন্ন ক্যাটাগরিতে কারিগরি কলেজ শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন- বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান)’র প্রধান উপদেষ্টা কাঠালিয়া পিজিএস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন মাহামুদ, মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচতি হয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান)’র সদস্য নিলতী সম্মিলীত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অবিনাশ চন্দ্র বড়াল ও মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান)’র সদস্য জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের গণিত ও বিজ্ঞানের শিক্ষক মোঃ কামরুজ্জামন নির্বাচিত হয়েছেন।
শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ইভেন্টে উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি