![যশোর রোডের গাছকাটা স্থায়ীভাবে বন্ধের দাবিতে ফরিদপুরে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/20/human_chain_abnews_121581.jpg)
ফরিদপুর, ২০ জানুয়ারি, এবিনিউজ : যশোর রোডের শতবর্ষী গাছ কাটার উপর স্থায়ী নিষেধাজ্ঞার দাবীতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ফরিদপুর বিজ্ঞান আন্দোলন মঞ্চ। আজ শনিবার বেলা ১২ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে মো. রফিকুল ইসলাম বাবু, ইসাহাক মোল্যা, রিতু দাস প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তরা তাদের বক্তব্যে যশোর রোডের গাছ কাটার উপরে উচ্চ আদালতের দেয়া ৬ মাসের নিশেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে এই গাছ কাটার স্থায়ী ভাবে বন্ধের দাবি জানান।
বক্তারা বলেন, বিশ্বের অনেক দেশেই রাস্তার মাঝে গাছ রেখে চারলেন সড়ক করা হয়েছে। প্রয়োজন হলে এখানেও একই ভাবে চার লেন সড়ক করা হোক।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি