শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন

সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন

কেশবপুর (যশোর), ২০ জানুয়ারি, এবিনিউজ : যশোর জেলার কেশরপুর উপজেলার সাগরদাঁড়িতে আজ শনিবার থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ উৎসবে মেতে উঠেছে। আধুনিক বাংলা সাহিত্যের রূপকার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রতিবছরের ন্যায় কবির জন্মস্থান কেশবপুরের সাগরদাঁড়িতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা। আগামী ২৫ জানুয়ারি কবির জন্মদিন হলেও এসএসসি পরীক্ষার কারণে মধুমেলা এগিয়ে আনা হয়েছে, চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। শেখ আফিল উদ্দীন এমপি, মনিরুল ইসলাম এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, রণজিৎ কুমার রায় এমপি, স্বপন ভট্টাচার্য্য এমপি, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও যশোর সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম।

মধুকবির জন্মদিনে মধু মেলায় প্রতিবছর লাখো মানুষের মিলনমেলায় পরিণত হয় কপোতাক্ষপাড়ের এই নিভৃতপল্লী সাগড়দাঁড়িতে। কবির বাড়ির দক্ষিণপাশে মাইকেল মধুসূদন ইনস্টিটিউট মাঠের স্থায়ী মধুমঞ্চটি রং-বেরংয়ের লাইটিং, ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। প্রতিদিন মঞ্চে মধুকবির সৃষ্টি ও জীবনীর উপর সমসাময়িক আলোকিত ব্যক্তিদের জ্ঞানগর্ভ আলোচনা, দেশবরেণ্য শিল্পিদের আগমনে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।

নাটকের পাশাপাশি সাগরদাঁড়ী বাজারজুড়ে মেলায় থাকবে বাঙালি সংস্কৃতির চিরচেনারূপ- সার্কাস, যাদু, মৃত্যুকুপে মটর সাইকেল চালনা, নাগরদোলা, স্টলে স্টলে হস্ত ও কুটিরশিল্পের বিভিন্ন পসরা, এলাকার পুরস্কারপ্রাপ্ত কৃষকদের পণ্যে সমৃদ্ধ কৃষিমেলা।

বিশেষ আকর্ষণ হিসেবে সাগরদাঁড়ির মিনি চিড়িয়াখানায় বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আনা বিভিন্ন প্রজাতির সাপ, বাঘ, ভাল্লুক, হাতি, জেব্রা, বনমোরগ, বানর, শিম্পাঞ্জি, বিলেতি ইঁদুর, কুমিরসহ প্রায় ২০০ প্রজাতির পশুপাখি থাকবে এবারের মেলায়।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত