![ডোমারে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/20/1.-muktijodha-pic-_121610.jpg)
ডোমার (নীলফামারী), ২০ জানুয়ারি, এবিনিউজ : নীলফামারীর ডোমার উপজেলায় শীতার্ত মুক্তিযোদ্ধার মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীর ব্যাক্তিগত উদ্দ্যেগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরন্নবীর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের সঞ্চালনায় নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পলিন আক্তার, সদস্য মিজানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সমছের আলী ও মুক্তিযোদ্ধার সন্তান আসাদুজ্জামান চয়ন প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে দুই শত শীতার্ত মুক্তিযোদ্ধার মাঝে কম্বল ও দুপুরে খাবার বিতরন করা হয়। আসাদুজ্জামান চয়ন বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের মাঝে প্রায় ২৫০ টি কম্বল বিতরণ করা হয়।
এবিএন/মোঃআব্দুল্লাহ আল মামুন/জসিম/রাজ্জাক