শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
জাতীয়করনের দাবিতে

লালপুরে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচী

লালপুরে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচী

লালপুর (নাটোর), ২০ জানুয়ারি, এবিনিউজ : চাকুরি রাজস্বকরণের দাবিতে নাটোরের লালপুরে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে। এর ফলে কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকাল ৯টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। এ কর্মসূচি ২০, ২১ ও ২২ জানুয়ারি ৩ দিনব্যাপী চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সিএইচসিপি আলমগীর হোসেন জানান, ২০১৩ সালে সরকার রাজস্ব করণ করবে বলে হাসপাতেলে চিঠি পাঠালেও আজ পর্যন্ত বাস্তবায়ন না হওয়ার কারনে এই কর্মসূচী নেওয়া হয়েছে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিএইচসিপি শফিউল আলম, তরুন কুমার মজুমদার, পুলক সরকার, সুমন কুমার পাল, মামুনুর রহমান, আবু হাসান আলী, সারমিন তানিয়া, রেমা খাতুন, আয়েশা আক্তার, সুর্বণা খাতুন, ফজিলা খাতুন, বিউটি খাতুন, আশরাফুন্নাহার, আয়েশা জ্যাবিন, জেসমিন আরা, রোহিমা খাতুন প্রমুখ।

এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত