![বন্দরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ১০ লক্ষ টাকার ক্ষতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/20/narayngoang_abnews24 copy_121651.jpg)
বন্দর (নারায়নগঞ্জ), ২০ জানুয়ারি, এবিনিউজ : বন্দরে পাকিস্তানী জাতের বেড়া ছাগলের এক খামারে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০টি ভেড়া ভম্মীভূত হয়ে মারা গেছে, আহত হয় আরও ৪০টি ভেড়া-ছাগল। গতকাল শুক্রবার রাতে বারপাড়া গ্রামের আনোয়ার বেপারীর ফার্মে দুর্বৃত্তরা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিক আনোয়ারের দাবি।
ক্ষতিগ্রস্ত মালিক আনোয়ার বেপারী জানান, পাকিস্তানী জাতের ৫০টি ভেড়া ও ছাগল ভারত থেকে আমদানী করে তার একটি খামার পরিচালনা করে আসছেন। পূর্ব শত্রুতার জের ধরে কে বা কাহারা গতকাল শুক্রবার রাত অনুমান ২টার দিকে ফার্মে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের দেয়া আগুনে পুরো ফার্ম পুড়ে যায়।
এ সময় ফার্মের ভেতরে থাকা ৫০টি ভেড়া ভম্মীভূত হলেও ১০টি মৃত অবস্থায় বের করা হয়। বাকি ৪০টি ভেড়া অবস্থাই আশঙ্কাজন।
এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি