শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • অভয়নগরে চাকরি জাতীয়করণের দাবিতে সিএইচসিপির অবস্থান কর্মসূচি

অভয়নগরে চাকরি জাতীয়করণের দাবিতে সিএইচসিপির অবস্থান কর্মসূচি

অভয়নগরে চাকরি জাতীয়করণের দাবিতে সিএইচসিপির অবস্থান কর্মসূচি

অভয়নগর (যশোর), ২০ জানুয়ারি, এবিনিউজ : চাকরি জাতীয় করণের দাবিতে অভয়নগরে কমিউনিটি ক্লিনিকের কর্মচারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আজ শনিবার সকালে অবস্থান কর্মসূচি পালন করেছেন। কর্মসূচি শেষে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় (সিএইচসিপি) এ্যাসোসিয়েশন’র অভয়নগর উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. সাইদুর রহমানের ও এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. কামরুজ্জান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনজুরুল মোর্শেদ’র নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

অভয়নগর উপজেলা সিএইচসিপি’র সাধারন সম্পাদক মো. সাইদুর রহমান বলেন, প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষের সেবা দেওয়ার কাজ করে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে সার্থক করার চেষ্টা করছি। তারপরও অত্যন্ত দু:খের কথা আমরা নিয়মিত বেতন-ভাতা পাইনা। আমাদের দাবী না মানলে এ কর্মসূচি অব্যহত রাখা হবে। আজ অভয়নগরে ২৬টি, যশোরে ২৬৭টি এবং সারা বাংলাদেশে মোট ১৩,৫০০টি কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা তাদের সঠিক মর্যদা জাতীয়করনের দাবীতে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। বাংলাদেশ সিএইচসিপি’র সকল কর্মকর্তা-কর্মচারীর এক দফা, এক দাবী জাতীয়করন করা হোক।

তিনি আরো বলেন, গত ১৯.০৯.২০১৩ ইং সালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে ডা. মো. শাহ নেওয়াজ স্বাক্ষরিত একটি পত্রে আমাদের চাকুরী দ্রুত জাতীয়করনের আশ্বাস পাই, কিন্তু বাস্তবে এখোনো হয়নি। আমরা রবিবার সকালে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা এবং সোমবার এমপি যশোর ৮৮/৪ এর নিকট স্মারক লিপি প্রদাণ করবো। এদিকে উপজেলার সকল কমিউনিটি ক্লিনিক বন্ধ রাখার জন্যে সাধারন মানুষ পড়েছেন চরম দুর্ভোগে স্বাস্থ্য সেবা নিতে আসা মানুষ ফিরে যাচ্ছে হতাশা নিয়ে। সাধারন মানুষের সমস্যা সমাধান করতে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দাবী জানিয়েছেন তারা

এবিএন/মো: সেলিম হোসেন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত