শ্রীমঙ্গল, ২১ জানুয়ারি, এবিনিউজ : প্রতি বছরের মতো এবারও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এ শ্রীমঙ্গল উপজেলা থেকে এবার শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হয়েছেন মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আল আমিন। তিনি কক্সবাজার শিক্ষক সম্মেলন-২০১৭ শিক্ষক বাতায়নে ৩ বারের সেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতার পুরস্কার হিসেবে ‘সেরা শিক্ষকের এ্যাওয়ার্ড’ -এ ভূষিত হয়েছেন।
জনাব মোহাম্মদ আল আমিন বর্তমান সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে সর্বাত্মক সহযোগিতায় শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে মাল্টিমিডিয়া ক্লাসরুম, শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ, কিশোর বাতায়ন, ই-বুক,অ্যাডভান্সড আইসিটি, ক্লাসরুম মনিটরিং এ্যাপসহ নানা উদ্যোগ এর সাথে জড়িত। তিনি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই হতে মৌলবীবাজার জেলার জেলা এ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন।এছাড়াও তিনি মৌলভীবাজার জেলার আইসিটি মাস্টার ট্রেইনার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।তিন মাইক্রোসফট,টেলমগ সহ আরো অনেক কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করেছেন।
এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/নির্ঝর