![ডোমারে শীর্তাত শীল্পিদের মাঝে লেপ বিতরন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/21/domar-lep_121696.jpg)
নীলফামারী, ২১ জানুয়ারি, এবিনিউজ : ভাইরে এবারের ঠান্ডাতো মনে রাখিবার মত। সারা রাইত বৃষ্টির মত কুয়াশা পড়ে। একটা কম্বলদিয়া শীত না পালায়। সারারাইত ঘড়ের কোনোত বসি থাকিবার লাগে। তয় এইবার হামরা লেপ পায়য়া আরাম করি পরিবারোক নিয়া ঘুমিবার পারিমো। শুক্রবার সন্ধায় ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে শীর্তার্ত শীল্পি ও তাদের পরিবারের মাঝে লেপ বিতরন অনুষ্ঠানে লেপ হাতে পেয়ে শীর্তাত শীল্পিরা এইভাবেই তাদের অনুভুতি ব্যাক্ত করেন।
শুক্রবার সন্ধায় ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্দ্যোগে শহরের সাহাপড়ার সংগঠনের নিজস্ব কার্যালয়ে অসহায় ও শীতার্ত শিল্পীদের মাঝে লেপ বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি ও উপজেলা শিল্পী সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রতন কুমার রায়ে সঞ্চালনায় লেপ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উম্মে ফাতিমা। এ সময় পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষিকা বাছেরা বেগম দিপা, জেলা শিল্পী সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বারী, প্রকৌশলী তপু কুন্ডু, অধ্যাপিকা ডেইজী নাজনীন মাশরাফি নীনা, প্রভাষক বিজয় ঘোষ,লায়লা শারমীন মিষ্টি, সাংবাদিক আনিছুর রহমান মানিক, উপজেলা শিল্পী সমিতির সভাপতি শিক্ষক জাবেদুল ইসলাম সানবীন উপস্থিত ছিলেন।লেপ বিতরন শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক সংগঠক সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাউলা’র আতœার মাগফেরাত এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
এবিএন/মোঃআব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর