![হবিগঞ্জ জেলা কারাগারে এক আসামীর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/21/hobigoang_abnews24 copy_121715.jpg)
হবিগঞ্জ, ২১ জানুয়ারি, এবিনিউজ : হবিগঞ্জ জেলা কারাগারে সামছুল আলম (৪৬) নামে হত্যা মামলার এক আসামীর মৃত্যু হয়েছে। সামছুল আলম বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের জালাল উদ্দিন ওরফে জালু মিয়ার পুত্র।
কারাগার সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ করে সামছুল আলম কারাগারে অচেতন হয়ে পড়ে। এ সময় কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সামছুল একটি হত্যা মামলার আসামী।
এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/এমসি