![হবিগঞ্জে তিন দিনব্যাপী বিনামূল্য চক্ষু শিবিরের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/21/hobigoang_abnews24 copy_121716.jpg)
হবিগঞ্জ, ২১ জানুয়ারি, এবিনিউজ : পইলের ঐতিহ্যবাহী শহীদ এনাম স্মৃতি সংঘের উদ্যোগে তিন দিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্য চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে। লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার ডিষ্ট্রিক্ট এর প্রেসিডেন্ট লায়ন ডাঃ নুরুল ইসলামের সভাপতিত্বে পইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ এনাম স্মৃতি সংঘের সভাপতি ও পৈল ইউপির চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ।
বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, যুক্তরাজ্য নবীগঞ্জ সমিতির সভাপতি নেহার মিয়া চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, হাজী আম্বর আলী, প্রধান শিক্ষক শামসুল হক প্রমূখ।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ লায়ন্স ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন চক্ষু শিবিরের পৃষ্ঠপোষক লায়ন ডাঃ সৈয়দ হামেদুল হক, লায়ন নাসির হায়দার চৌধুরী, লায়ন ফারুক আহমেদ, লায়ন মোঃ রেজাউল করিম, লায়ন প্রণব সাহা, লায়ন অনুতম বনিক, লায়ন পীযূষ কান্তি সাহা, লায়ন শহীদুল আযম রাসেল, লায়ন মোঃ ইউনুস, মোঃ শাহিন হোসেন।
অনুষ্টান পরিচালনা করেন আব্দুল মমিন চৌধুরী।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ১৯৯৩ সন থেকে হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সহায়তায় নিয়মিত চক্ষু শিবির আয়োজনের মাধ্যমে অসংখ্য ছানি পড়া রোগীর চোখে দৃষ্টি ফিরিয়ে দিয়েছে।
২০১৩ সাল থেকে পৈলের ঐতিহ্যবাহী সংগঠন শহীদ এনাম স্মৃতি সংঘ স্থানীয় সহযোগী হিসেবে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জকে চক্ষু শিবিরটি পরিচালনায় সহায়তা প্রদান করে আসছে।
এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/এমসি