লালমনিরহাট, ২১ জানুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা, সরকারি কলেজ ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
পাটগ্রাম উপজেলা শাখার ছাত্রলীগের সভাপতি হিসেবে শাফিন আহমেদ পায়েল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সরকারি কলেজ শাখার সভাপতি হিসেবে আফতাবুর রহমান, সাধারণ সম্পাদক বায়হান পুলক, পৌর শাখার সভাপতি হিসেবে রাহুল মহাজন ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের নাম উল্লেখ করে ১ বছরের জন্য কমিটি অনুমোদন করা হয়।
গতকাল শনিবার রাতে লালমনিরহাট জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি