![রাজাপুরে সিএইচসিপিদের চাকুরী জাতীয়করনের দাবিতে অবস্থান কর্মসূচি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/21/rajapur-obosthan_121720.jpg)
রাজাপুর (ঝালকাঠি) , ২১ জানুয়ারি, এবিনিউজ : ঝালকাঠির রাজাপুরে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের (সিএইচসিপি) চাকুরি জাতীয়করনের জাতীয়করনের দাবিতে ৩দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চত্ত্বরে এ কর্মসূচি পালন করেছেন তারা।
বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবর্জন করে গত শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবে।
কর্মসূচিতে সিএইচসিপি মনজুর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিএইচসিপি সাইফুল আজম, রফিকুল ইসলাম, রেজাউল, রমিজ মিয়া, রাসেল মিয়া, তাপস সিকদার, মুক্তারণী দাস ও মুক্তামনি। এদিকে কর্মসূচি বাস্তবায়ন করতে কমিউনিটি ক্লিনিক বন্ধ রাখায় গ্রাম অঞ্চলের রোগীরা চরম বিপাকে পড়েছেন।
এবিএন/মো. আ. রহিম রেজা/জসিম/নির্ঝর