![চিতলমারীতে প্রাথমিক চিকিৎসা সেবা বঞ্চিত সাধারণ মানুষ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/21/strike_abnews_121722.jpg)
বাগেরহাট, ২১ জানুয়ারি, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারীতে চাকুরী জাতিয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা ৪ দিনের অবস্থান কর্মসূচী পালন করছে। একযোগে উপজেলার ৭ ইউনিয়নের ১৯টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি’রা ক্লিনিক বন্ধ রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ অবস্থান কর্মসূচী পালন করছে।
ফলে তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ থাকায় দূর-দূরন্ত থেকে আসা সাধারণ রোগীরা চিকিৎসা না নিয়েই নিরুপায় হয়ে ফিরে যাচ্ছে। কমিউিনিটি ক্লিনিক বন্ধ থাকার ফলে ভেঙে পড়ছে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবা।
জানা গেছে, ক্লিনিক বন্ধ থাকার কারণে প্রাথমিক চিকিৎসা নিতে আসা রোগিরা সেবা ও ঔষধ না নিয়ে ফেরত যাচ্ছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। এবস্থায় অনেক রোগীকে চিকিৎসা সেবা গ্রহণের জন্য বাধ্য হয়েই উপজেলা সদর ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে আসতে হচ্ছে।
চিতলমারী উপজেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ইনক্রিমেন্ট, বেতন বৃদ্ধি ও অন্যান্য মৌলিক সুযোগ সুবিধাসহ চাকুরী জাতিয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৪ দিনের অবস্থান কর্মসূচী পালন করছে সিএইচসিপি’রা। এর মধ্যে প্রথম তিন দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান কর্মসূচী পালন ও শেষের দিনে জেলা সিভিল সার্জন কার্যালয়ে অবস্থান কর্মসূচী পালন করবে তারা। এছাড়ারাও দাবি আদায়ের লক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাইদ ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
উপজেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ শাহিদুল হক বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাকুরী জাতিয়করণের দাবিতে আমরা ৪ দিনের অবস্থান কর্মসূচী পালন করছি। উপজেলায় কর্মসূচী পালন শেষে জেলা সিভিল সার্জন অফিসের সামনে জেলার সকল সিএইচসিপি’রা অবস্থান কর্মসূচী পালন করবে।
তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে বাধ্য হয়েই আমরা অবস্থান কর্মসূচী পালন করছি। ইতোপূর্বে একাধিক বার সরকারের পক্ষ থেকে চাকুরি জাতিয়করণের আশ্বাস প্রদান করা হলেও তা বাস্তবায়িত হয়নি।
ফলে সারা দেশের প্রায় সাড়ে ৪ হাজার মুক্তিযোদ্ধার সন্তানসহ হাজার হাজার সিএইচসিপি’রা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অবিলম্বে চাকুরী জাতিয়কররণের জোর দাবি জানাই।
এবিএন/এস এস সাগর/জসিম/এমসি