শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মেলান্দহে মুক্তিযোদ্ধা আজিজুলের গার্ড অব অনার বর্জন

মেলান্দহে মুক্তিযোদ্ধা আজিজুলের গার্ড অব অনার বর্জন

মেলান্দহে মুক্তিযোদ্ধা আজিজুলের গার্ড অব অনার বর্জন

জামালপুর, ২১ জানুয়ারি, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক (৬৫) গার্ড অনার বর্জন করেছেন। আজ এই মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন। আবেদনে প্রকাশ, যাচাই-বাছাইয়ের নামে দেশে ভূয়া মুক্তিযোদ্ধার সয়লাভ হয়েছে। এতে প্রকৃত মুক্তিযোদ্ধা এবং শহীদমুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি অসম্মান প্রদর্শন করা হয়েছে। এতেই শেষনয়, মুক্তিযুদ্ধের দেশে ভূয়া মুক্তিযোদ্ধার অনুপ্রবেশকে মেনে নেয়া যায় না। এতে গর্বিত বাঙ্গালীর সাথেও দৃষ্টতা প্রদর্শন করা হয়েছে বলে তিনি মনে করেন।

গত ২১ডিসেম্বর/১৭ বাংলাদেশ প্রতিদিনের এক নিবন্ধের সূত্র ধরে আবেদনে তিনি উল্লেখ করেন-স্বাধীনতার ৮ বছর পর চট্রগ্রামের আনোয়ারা উপজেলার মিজানুর রহমানের পিতা-মাতার বিয়ে হয়। তিনিও মুক্তিযোদ্ধা বনেগেছেন। ভূয়া মুক্তিযোদ্ধার মুখোশ খোলার পর মিজানুর রহমান তার মুক্তিযোদ্ধার খেতাব বর্জনের জন্য সংশ্লিষ্ট ইউএনও’র নিকট আবেদন করেছেন। মিজান নিজেই লেখেছেন-কিভাবে আমার নাম মুক্তিযোদ্ধার তালিকায় আসছে; তা তিনি জানেন না। এতে প্রমাণিত হয়, যাচাই-বাছাইয়ের নামে অ-মুক্তিযোদ্ধাকে কিভাবে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকাভূক্ত করার জন্য পরিপত্র জারি করার সুযোগকে কাজে লাগিয়ে এমনটি করেছে। এতে সরকারের সফলতার উদ্যোগকে কলংকিত করেছে।

এক শ্রেণির প্রকৃত মুক্তিযোদ্ধা টাকার বিনিময়ে অ-মুক্তিযোদ্ধাকেও মুক্তিযোদ্ধা বানানোকে ঘৃনার চোখে দেখেছেন। প্রকৃত মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাসহ মৃত্যুর পর গার্ড অব অনার দেয়া হবে। আবার একইভাবে ভূয়া মুক্তিযোদ্ধাকেও মৃত্যুর পর একই কায়দায় ভূয়া মুক্তিযোদ্ধাকেও সুযোগ-সুবিধাসহ গার্ড অব অনার দেয়া হবে। বিবেকের তাড়নায় এট মেনে নিতে পারছেন না; বলেই তিনি এ সিদ্বান্ত নেন। উল্লেখ্য, একই কারণে ইতোপূর্বে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনে বীর খেতাব এবং গার্ড অব বর্জন করে দেশ জুড়ে আলোচনায় আসেন। এ নিয়ে জেলায় ৩ প্রকৃতমুক্তিযোদ্ধা গার্ড অব অনার বর্জন করলেন।

এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত