শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাদারীপুরে ইজারাদারের উপর বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুরে ইজারাদারের উপর বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুরে ইজারাদারের উপর বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুর, ২১ জানুয়ারি, এবিনিউজ : মাদারীপুর পৌরশহরের ইটেরপুল বাজার ইজারাদারের উপর বোমা হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ব্যবসায়ীরা। আজ বেলা ১১টার দিকে শহরের প্রধান সড়ক অবরোধ করে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্হানীয় সুত্রে যানাযায়, মানববন্ধনে ব্যবসায়ী নেতারা জানান, ইটেরপুল বাজারের ইজারাদার উজ্জ্বল হাওলাদারকে লক্ষ্য করে গতকাল রাতে বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলেও কেউ এতে হতাহত হয়নি। বোমা হামলার ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। বিক্ষবেরসময় সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে এক ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন ব্যবসায়ীরা।মানবন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা মজিবর হাওলদার, ইকবাল হাওলাদার, সোহাগ হাওলাদার,উজ্জ্বলহাওলাদার, আরাফাত হাসান, সহ অন্যরা। তারা বলেন, সম্ভবত ইটেরপুল বাজারের ইজারা,অথবা পূর্ব শত্রুতার জের নিয়ে একটি মহল এই হামলার ঘটনা ঘটাতে পারে।

মাদারীপুরে ইজারাদারের উপর বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল হাসান ঘটনাস্থলে গিয়ে সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত