শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

লালবাগে পাঁচতলা ভবন হেলে পড়েছে

লালবাগে পাঁচতলা ভবন হেলে পড়েছে

ঢাকা, ২১ জানুয়ারি, এবিনিউজ : রাজধানীর লালবাগ এলাকায় একটি পাঁচতলা ভবন সামান্য হেলে পড়েছে। আজ রবিবার বেলা আড়াইটার দিকে ভবনটি হেলে পড়ার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মী জিয়াউর রহমান জানান, খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল। তবে ভয় পাওয়ার মতো এখনো কিছু ঘটেনি বলে তিনি জানান।

লালবাগ থানার এস.আই তপন জানান, ২/ই আর এম জি রোডের ওই ভবনটি ওপরের দিক থেকে হেলে পাশের ভবনের দিকে ঝুঁকে পড়েছে। এজন্য ভবন মালিক হাজী শওকতকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ সময় ওই ভবনে থাকা ভাড়াটিয়াদের অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। তবে এখনই ভবনটি ধসে পড়ার আশংকা নেই।

এছাড়া রাজউক সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত