![বোদায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/21/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_121786.gif)
বোদা (পঞ্চগড়), ২১ জানুয়ারি, এবিনিউজ : পঞ্চগড়ের বোদায় ২১ পিস ইয়াবা সহ ২ জন মাদক ও গাজাঁ ব্যবসায়ী রকি (২২), ময়নুল (২০) কে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠ থেকে ইয়াবা সহ হাতে নাথে আটক করে বোদা থানার পুলিশ। তাদের বাড়ি বোদা উপজেলার পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার দেবীপুর ইউনিয়ের মলানী পাড়া গ্রামে। এরা দীর্ঘ দিন ধরে মাদক ও গাজাঁ ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছেন।
এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ এ,কে,এম নুরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকাল রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা