![বোদায় ব্যবসায়ী আজাহার আলী’র উদ্যোগে কম্বল বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/21/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_121789.gif)
বোদা (পঞ্চগড়), ২১ জানুয়ারি, এবিনিউজ : বোদা বাজার বণিক সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আজাহার আলীর নিজ উদ্যোগে বোদা পৌরসভায় অসহায় দুস্থ্যদের মাঝে শীতবন্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গত শনিবার ও গতকাল রবিবার পৌরসভার ৯টি ওয়ার্ডে তিনি নিজ হাতে এক হাজার কম্বল দুস্থ্যদের মাঝে বিতরণ করেন। এই শীতে গরীর দুস্থ্য মানুষজনদের পাশে থেকে তাদের কষ্ট নিবারণের জন্য নিজ উদ্যোগে মানুষের সেবা করতে তিনি সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা