![হোসেনপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/21/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_121791.gif)
হোসেনপুর (কিশোরগঞ্জ), ২১ জানুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল কাসেমের বিরুদ্ধে ঋণ দেয়ার কথা বলে বিভিন্ন সদস্য কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। যুব উন্নয়ন অফিস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বেকার নারীরা যথাযথ প্রক্রিয়ায় ঋণের আবেদন করেন। এর মধ্যে উপজেলা সদরের ঢেকিয়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী রেহেনা খাতুন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাছে ঋণের জন্য গেলে কিছু খরচ পাতির নামে ঘুষ দেয়ার প্রস্তাব দেন। পরে রেহেনাসহ ৫জন ঋণ প্রত্যাশী নারীর কাছ কাছ ২৬ হাজার টাকা ঘুষ নেন।
এসময় ঋণ দেয়ার কথা বলে রেহেনাসহ ৫জন ঋণ প্রত্যাশী নারীকে বিভিন্ন শর্ত জুড়ে দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। এছাড়ারও যুব উন্নয়ন কর্মকর্তার ঘুষ গ্রহণ নিয়ে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিসহ ভুক্তভোগী বিভিন্ন সদস্যরা প্রায়শই দেনদরবার করে থাকেন।
এব্যাপারে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল কাসেমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ভুক্তভোগী ৫ নারী সম্প্রতি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল কাসেম বলেন, অভিযোগের বিষয়টি তার জানা নেই।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা