
ঢাকা, ২১ জানুয়ারি, এবিনিউজ : জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৮ শতাংশ ভোটও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিাবর বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি সংসদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।