![ডোমারে শ্রেষ্ঠ শিক্ষার্থী অন্যনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/22/best-student_121855.jpg)
নীলফামারী, ২২ জানুয়ারি, এবিনিউজ : নীলফামারীর ডোমার উপজেলায় চলতি বছর শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী মেফতাহুল জান্নাতী অনন্যা। গত শনিবার বিকালে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে মেফতাহুল জান্নাতী অন্যনার নাম ঘোষনা করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ সাকেরিনা বেগম। অন্যনা উপজেলার চাকধাপাড়ার এম,এস আলমের মেয়ে। তার মা রুবিয়া খাতুন একজন গৃহিনী। অন্যনা সমাপনী ও জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করে।
গত ২০ জানুয়ারী ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-১৮ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রধান শিক্ষক হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমা। এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম উপস্থিত থেকে বক্তব্য রাখেন।জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানের কবিতা আবৃত্তি ও হামনাদ প্রতিযোগীতায় প্রথমস্থান অধিকার করেন মেফতাহুল জান্নাত অন্যনা। এর আগে জাতাীয় পার্যায়ের বিভিন্ন প্রতিযোগীতায় সে শ্রেষ্ঠ হবার গৌরব অর্জন করেন। গত ২রা মার্চ তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা উপজেলায় মেধা তালিকায় সর্বোচ্চ নম্বর পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেন।
মেধাবী অন্যনা বাবা বিশিষ্ট বীমাবীদ এমএস আলম বলেন,মেয়ের এমন অর্জনে তিনি অভিভুত। এর জন্য তিনি তার মা,শিক্ষক,শিক্ষিকাসহ সহ সকলের অবদান রয়েছে বলে জানান।
এবিএন/মো.আব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর