শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

তিতাসে ডাকাতের কবলে সাংবাদিক

তিতাসে ডাকাতের কবলে সাংবাদিক

কুমিল্লা, ২২ জানুয়ারি, এবিনিউজ : কুমিল্লা জেলার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি থেকে মাছিমপুর রাস্তার মাঝখানে ডাকাতের কবলে পরেছেন সাংবাদিক। ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন, নগদ টাকা সহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জানা যায়, গত শনিবার রাত আনুমানিক ১১ঘটিকার সময় এক মাহফিল থেকে ফেরার পথে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি থেকে মাছিমপুর রাস্তার মাঝখানে গাছের ডাল ফেলে ডাকাতদল রাস্তা আটকিয়ে দেশিয় অস্ত্র-সস্ত্রে সর্জ্জিত হয়ে দীপ্ত টিভির কুমিল্লা প্রতিনিধি শাকিল মোল্লা সহ আরো দু জন আরহি সহ মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় ডাকাতদল অস্ত্র ঠেকিয়ে প্রথমে তিন জনের সাথে থাকা ৩টি স্মাট ফোন সহ ৫টি মোবাইল ফোন, নগদ ২১ হাজার টাকা, একটি চার্চ লাইট, হাত ঘড়ি সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয় এবং তাদের আটক করে।

পরবর্তিতে এইক জায়গায় অপর একটি যাত্রীবাহি সিএনজি থামিয়ে সর্বর্স লুটে নেয়। ঘটনার ৩০ মিনিট পর ডাকাতদল তাদের ছেড়ে দেয়। পরবর্তীতে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করা হলে তিতাস থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে কিন্তু তৎক্ষণে ডাকাতদল পালিয়ে যায়।

এ ঘটনায় তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কিছুদিন যাবত একটি ডাকাত দল তিতাসের বিভিন্ন স্থানে অতর্তিত ডাকাতি করে যাচ্ছে। আমরা তাদের গ্রেফতার করার অভিযান অব্যাহত রেখেছি।

এবিএন/শাকিল মোল্লা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত