![পশ্চিম ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্টিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/22/ma-somabesh_121865.jpg)
জগন্নাথপুর, ২২ জানুয়ারি, এবিনিউজ : জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে মা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হোসাইন মুহাম্মদ হাই জকী এর সভাপতিত্বে এবং আ.লীগ নেতা হাবিবুর রহমান পাখি, ছাত্র নেতা ছায়াদ ভূইয়া ও জাবেদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মন্নান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি আনহার মিয়া মেম্বার।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি মুহিবুর রহমান লিটু, ডা. নজরুল ইসলাম খোকন, আদর্শ সমাজ কল্যাণ পরিষদের আনোয়ার হোসেন ও মা-দের পক্ষে বক্তব্য রাখেন রেবা রাণী চন্দ। সমাবেশে সংগীত পরিবেশন করে দৃষ্টি প্রতিবন্ধি ছাত্র চয়ন তালুকদার।
এ সময় সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম বিল¬াহ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ধীরেন্দ্র তালুকদার, সাবেক পোস্ট মাস্টার নিকুঞ্জ কুমার, প্রবীণ মুরব্বি হাজী আলা উদ্দিন,আবদুস সোবহান, আনফর আলী, উপজেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী সুন্দর আলী, পৌর কাউন্সিলর দিপক গোপ, গিয়াস উদ্দিন মুন্না, দিলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, যুবলীগ নেতা আজহারুল হক ভূইয়া শিশু, ব্যবসায়ী নিখিল চন্দ্র দেব, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সুজাত মিয়া মেম্বার, সাবেক ইউপি সদস্য আহমদ আলী,সাজাদ মেম্বার, সাবেক কমিশনার মাসুক মিয়া, সাংবাদিক মো.শাহজাহান মিয়া, জগন্নাথপুর বাজার সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়া, সমাজকর্মী হাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেন আহমদ, যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ, ছাত্র নেতা রিপন মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও বিভিন্ন গ্রাম থেকে আসা শিক্ষার্থীদের মা ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবিএন/রিয়াজ রহমান/জসিম/নির্ঝর