![আক্কেলপুরের কাশিরা বাজারে ডাকাতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/22/chintai_121866.jpg)
জয়পুরহাট, ২২ জানুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া বাজারে নৈশ প্রহরীকে বেধে রেখে ১২টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দিবাগত রাত দেড় টায় ২৫/৩০ জনের একদল মুখোশধারী ডাকাত দল বাজারের দুই দিক থেকে এক সাথে বাজারে পাহারারত চার জন নৈশ প্রহরীকে একসাথে অস্ত্রের মুখে আটক করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে।
এসময় ডাকাতরা প্রায় দুই ঘন্টা ধরে বাজারের মোবাইল ফোন, ঔষুধসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে নগদ অর্থ, মোবাইল ফোন ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।
এবিএন/ এরশাদুল বারী তুষার/জসিম/নির্ঝর