শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

লালপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

লালপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

লালপুর (নাটোর) , ২২ জানুয়ারি, এবিনিউজ : “ বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ ” স্লোগানে নাটোরের লালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। গত ২০ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত সেবা সপ্তাহ হিসেবে ধরা হয়েছে।

আজ সোমবার (২২ জানুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি লালপুর কলেজ মোড় প্রদক্ষিন করে দপ্তর অফিসের সামনে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিস ডিজিএম মোমীনুল ইসলাম, নাটোর জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লালপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান।

এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত