
ঢাকা, ২২ জানুয়ারি, এবিনিউজ : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ ৯ বিদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় দেশটির আল-বাহা প্রদেশের পার্বত্য এলাকায় বাসটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৩ বাংলাদেশি হলেন, মালাম মিয়া, আলম শাহ মিয়া ও সাইফ উল ইসলাম আবু বশির। গুরুতর আহত অপর এক বাংলাদেশি নাগরিককে বাদশাহ ফয়সাল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহতদের মধ্যে ৪ মিসরের ও দুই ভারতীয় নাগরিক রয়েছেন।
একটি ক্যাটারিং কোম্পানিতে চাকরিরত ওই প্রবাসী শ্রমিকরা বালজুরাসি হাসপাতালে খাবার বিতরণের কাজ করতেন। ছুটির দিন কাটাতে তারা কুনফুদা পাহাড়ি এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন বলে সৌদি গেজেট জানিয়েছে।
সৌদি সংবাদমাধ্যমটি জানিয়েছে, পার্বত্য রাস্তায় একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে শ্রমিকদের বহনকারী গাড়িটি।
সৌদি রেড ক্রিসেন্ট ও স্বাস্থ্য মন্ত্রণালয় ও জরুরি সহায়তা বিভাগের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। আহতদের নিয়ে যাওয়া হয় কাছের প্রিন্স মিসারি হাসপাতালে। পরে গুরুতর আহত এক বাংলাদেশি ও অপর এক ভারতীয় নাগরিককে বাদশাহ ফয়সাল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
আল বাহা প্রদেশের আমির প্রিন্স ড. হোসেম বিন সৌদ বিন আবদুল আজিজ নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। এ ছাড়া তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এবিএন/সাদিক/জসিম/এসএ