রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩১
logo

ইসলামপুরের বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী আর নেই

ইসলামপুরের বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী আর নেই

জামালপুর, ২২ জানুয়ারি, এবিনিউজ : জামালপুরের ইসলামপুর চরে মন্নিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবঃপ্রাপ্ত সেনা সদস্য সাহেব আলী মন্ডল ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে রবিবার বিকেল আনুমানিক পাঁচ ঘটিকায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি---রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী তিন কন্যা চারপুত্রসহ অসংখ্য গুনীগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুরে (২২জানুয়ারি) মন্নিয়া মাদরাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

তিনি ১৯ বছর বয়সে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের প্রেক্ষিতে রংপুরে রাজবন্দরে যোগদিয়ে ভারতের ট্রেনিং শেষ করে দেশ স্বাধীন করার জন্য মুখোমুখি যুদ্ধে বীরত্বের সহিত আবদান রেখেছিলেন। তিনি ১৯৭২ সালে ২১ বেঙ্গল সামরিক বাহিনীতে সিপাহী পদে যোগদান করে ১৯৮৭ সালে অবসরে যান। অবসরের পর বঙ্গবন্ধুর খুনিদের বিচারের দাবীতে আন্দোলনের ফলে ১৯৮৯ সালে কারাবরণ করেন।

এবিএন/মো: শাহ্ জামাল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত