সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo

পাঁচবিবিতে কালীমূর্তি ভাংচুর: আটক ১

পাঁচবিবিতে কালীমূর্তি ভাংচুর: আটক ১

পাঁচবিবি (জয়পুরহাট) , ২২ জানুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আজ সোমবার সকালে একটি কালীমন্দিরের মূর্তি ভেঙ্গে ফেলার অভিযোগে পুলিশ ওলিউল্যাহ (৩৫) নামের একজনকে আটক করেছে। সে নীলফামারী জেলা সদরের উত্তরা শষি (হাতিপাড়া) গ্রামের একরামুল হকের পুত্র।

এলাকার লোকজন জানায়, সকাল ৬ টার দিকে ওলিউল্যাহ পাঁচবিবি রেলষ্টেশনের প্লাটফরমের উত্তর দিকে শ্রী শ্রী চামুন্ডা কালী মন্দিরের গেট ভেঙ্গে ভিতরে ঢুকে। অতঃপর কালীমূর্তির মাথা ও বাম হাত ভেঙ্গে পালানোর সময় এলাকার লোকজন তাকে আটক করে পাঁচবিবি থানা পুলিশে সোপর্দ করে। রেল কোলনীর হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ সকাল ৮টার দিকে মূর্তি ভাঙ্গার প্রতিবাদে মিছিল বের করে।

পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা পুলিশ সুপার রশীদুল হাসান, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল আলম, পৌর প্যানেল মেয়র নূর হোসেন নূর, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক সুনীল রায় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার আহবান জানান। এদিকে সান্তাহার রেল পুলিশের এস আই ইমায়েদুল জাহেদী জানান, এ ঘটনায় জিআরপি থানায় মামলা করা হবে।

এবিএন/সজল কুমার দাস/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত