![কটিয়াদীতে শীতবস্ত্র বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/22/kisorgoang_abnews24 copy_121891.jpg)
কটিয়াদী (কিশোরগঞ্জ), ২২ জানুয়ারী, এবিনিউজ : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের সামাজিক সংগঠন ‘স্বপ্ন’ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এর আগে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভসূচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষে হারিনা ইছহাক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, প্রতিষ্ঠাতা ও পরিচালক সাইদুর রহমান সবুজ মাস্টার, গ্রামীন ব্যাংক ম্যানেজার আমান উল্লাহ আমান, রাজীব সরকার পলাশ, শহীদুজ্জামান শহীদ, আল আমীন, মাহমুদুল হাসান নাদিম, জসিম উদ্দিন, আবুল হাসান, আ. লতিফ, রাজীব, আনোয়ার হোসেন কাজল, খুর্শেদ আলম, রফিকুল ইসলাম,ওমর ফারুক, আফসানা বাবলী, সামছুল হক বাবলু, টিটু নম দাস প্রমুখ। পরে গ্রামের শতাধিক হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এবিএন/রাজীব সরকার পলাশ/জসিম/তোহা