
গঙ্গাচড়া (রংপুর), ২২ জানুয়ারী, এবিনিউজ : রংপুরের গঙ্গাচড়ায় আজ সোমবার “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ঘিরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অফিসার্স কল্যাণ ক্লাবে ইউএনও সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফসিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. নাজমীন নাহার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হুদা, খামারী মাহামুদুর হাসান প্রমূখ। সভা শেষে খামারীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মীসহ খামারীগণ উপস্থিত ছিলেন।
এবিএন/এস.এম স্বপন/জসিম/তোহা