![চকরিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১, আটক ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/22/accident@abnews_121928.jpg)
চকরিয়া, ২২ জানুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে মিনিট্রাকের ধাক্কায় রিক্সারোহী মো. আবদুল্লাহ (২৫) নিহত ও রিক্সা চালক মো. শাহাবউদ্দিন (৪৫) গুরুতর আহত হয়েছেন। এসময় চুর্ণবিচুর্ণ হয়ে যায় রিক্সাটি।
পরে হাইওয়ে পুলিশ মাইক্রোবাস ও ট্রাকটি জব্দ করে। আটক করা হয় মাইক্রোচালক আবদু শুক্কুরকে। আজ সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা উলুবুনিয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার মমতাজ উদ্দিনের ছেলে। আহত রিক্সাচালক শাহাবউদ্দিন একই এলাকার মৃত বদন মিয়ার ছেলে। তাকে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই রুহুল আমিন বলেন, দুপুর ১২টার দিকে চকরিয়ামুখী বালুবোঝাই মিনি ট্রাক ও মাইক্রোবাস উলুবুনিয়া রাস্তার মাথা এলাকায় পৌছলে মাইক্রোটিকে ওভারটেক করে যাচ্ছিল ট্রাকটি। এসময় বিপরীতমুখী একটি রিক্সাকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হচ্ছে।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/রাজ্জাক