![কয়রায় প্রাণী সম্পদ দপ্তরের সেবা সপ্তাহ পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/22/koyra_121930.jpg)
কয়রা (খুলনা), ২২ জানুয়ারি, এবিনিউজ : খুলনার কয়রা উপজেলা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে সেবা সপ্তাহ ২০১৮ পালন শুরু হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালীর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা।
র্যালীটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণী সম্পদ অফিসে চত্বরে সমাপ্ত হয়। পরে অফিসের হলরুমে সেবা সপ্তাহের আনুষ্ঠানিক আলোচনা সভা শুরু হয়। উপজেলা প্রাণী সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ, মৎস্য অফিসার মোঃ আলাউদ্দিন, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সদর উদ্দিন আহমদ। সভায় বক্তারা প্রাণী সম্পদ দপ্তরের সেবা নিয়ে খামারীদের স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন।
এ সময় ভিএফএ অখিল চন্দ্র ঢালী, সুধাংশু কুমার মন্ডল, জিএম রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবি পতিত পার্বণ, নুরমোহাম্মাদ, প্রদীপ কুমার, ক্লেভকর্মী আমিরুল, শফিকুল, স্নেহমুকুল, দুগ্ধখামারী, আঃ গণি, কোহিনুর, শফিকুল, রবিউল, নাজমুল হুদা, হাজী আঃ গণি, শামীম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। সেবা সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে টিকা দেয়া, চিকিৎসা পরামর্শ এবং ঔষধ বিতরণের মতো সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা সভায় অবহিত করেন ।
এবিএন/শাহীন/জসিম/রাজ্জাক