শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে বাংলাদেশ প্রতিদিনের সংবাদের প্রতিবাদে বিক্ষোভ ও সাংবাদিক সম্মেলন

লালমনিরহাটে বাংলাদেশ প্রতিদিনের সংবাদের প্রতিবাদে বিক্ষোভ ও সাংবাদিক সম্মেলন

লালমনিরহাটে বাংলাদেশ প্রতিদিনের সংবাদের প্রতিবাদে বিক্ষোভ ও সাংবাদিক সম্মেলন

লালমনিরহাট, ২২ জানুয়ারি, এবিনিউজ : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি মোতাহার হোসেন এমপি’র বিরুদ্ধে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ তুলে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন করেছেন স্থানীয় আওয়ামী লীগ।

আজ সোমবার দুপুরে জেলার হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান ও উপজেলা যুগ্ন সম্পাদক বাবু দিলিপ কুমার সিংহসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এর আগে রোববার সন্ধ্যায় হাতীবান্ধা আওয়ামী লীগ কার্যালয় থেকে হাজার হাজার আওয়ামী লীগের নেতা-কর্মী বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উল্লেখ্য, ২১ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রথম পাতায় ‘লালমনিরহাটে মোতাহার সাম্রাজ্য ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদে উল্লেখ করা হয় সিন্ডিকেট ও আত্মীয়করণে সম্পদের পাহাড়, ত্যাগী নেতাদের বিতাড়িত করে পরিবারের রাজত্ব কায়মে নেতা-কর্মীরা তার উপর ক্ষুব্ধ। প্রকাশিত উক্ত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে দুই দিন ধরে বিভিন্ন কর্মসুচী পালন করে আসছে স্থানীয় আওয়ামী লীগ।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত