![শার্শায় প্রাণী সম্পদ অধিদপ্তরের সেবা সপ্তাহের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/22/sharsa-abnews_121932.gif)
শার্শা (যশোর), ২২ জানুয়ারি, এবিনিউজ : আজ সোমবার সকালে শার্শায় প্রাণী সম্পদ অধিদপ্তরের সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে। এর আগে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী শার্শা সদর প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা চত্বরের অডিটোরিয়মে এক আলোচনা সভা অনুষ্ঠিত।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপত্বিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, চেয়ারম্যান বজলুর রহমান, চেয়ারম্যান আলহাজ আয়নাল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাব উদ্দিন, সাধারন সম্পাদক মোমিনুর রহমান প্রমুখ।
এবিএন/ইয়ানূর রহমান/জসিম/রাজ্জাক