রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • ধর্মপাশায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা

ধর্মপাশায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা

ধর্মপাশায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা

ধর্মপাশা (সুনামগঞ্জ), ২২ জানুয়ারি, এবিনিউজ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে 'বাড়াবো প্রাণিজ আমিষ, গড়বো দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ'- এ স্লোগানকে উপজীব্য করে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ সোমবার সকাল ১১টায় এ উপলক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে গিয়ে শেষ হয়।

পরে প্রাণিসম্পদ দপ্তরের অফিস সহকারী আব্দুল কাইয়ুম তালুকদারের সঞ্চলনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খাঁন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যের মধে বক্তব্য রাখেন্য, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, ধর্মপাশা থানার ওসি সুরুঞ্জিত তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম ফরাজী, উপজেলা আওয়ামী লীগের সবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস, যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শামীম আহম্মেদ মুরাদ, ধর্মপাশা সদর ইউপি চেয়াম্যান সেলিম আহম্মেদ, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সেলবরষ ইউপি চেয়ারম্যান মো.নূর হােসেন, সফল খামারী মুঞ্জুরুল হক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মৎস্য শিল্প দেশের অন্যান্য আয়ের চেয়েও কম নয়। গ্রামের পতিত জমিগুলোতে যদি পরিকল্পিতভাবে মৎস্য চাষ করা যায়, তাহলে দেশের বেকার সমস্যা থেকে শুরু করে সকল সমস্যাই সমাধান করা সম্ভব।

এবিএন/মোঃ ইমাম হোসেন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত