![বোদায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/22/boda_121951.jpg)
বোদা (পঞ্চগড়), ২২ জানুয়ারি, এবিনিউজ : ‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর আয়োজিত প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুফিউল্লাহ সুফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, বোদা থানার অফিসার ইনচার্জ এ,কে,এম নুরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিউর রহমান, উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ প্রমুখ।
আলোচনা শেষে খামারী সহ বিভিন্ন চাষীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। উপজেলা প্রাণি সম্পদ অফিস সুত্রে জানা যায়, আধুনিক পদ্ধতিতে হাঁস, মুরগী, ছাগল, ভেড়া, গরু, মহিষ পালন করে এ উপজেলার চাষিদের অনেকে লাভবান হচ্ছেন। খামারিরা ইতোমধ্যে তাদের খামারকে প্রসারিত করেছেন। প্রাণি সম্পদ অধিদপ্তরের পরামর্শ নিয়ে আধুনিক পদ্ধতিতে খামার করে অনেকে লাভবান হচ্ছেন বলে জানা যায়।
এবিএন/মোঃ লিহাজ উদ্দীন মানিক/জসিম/রাজ্জাক