![রাজবাড়ীতে অসহায় ও গরিব দুঃখী মানুষের মাঝে কম্বল বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/22/20180122_131707_121961.jpg)
রাজবাড়ী, ২২ জানুয়ারি, এবিনিউজ : রাজবাড়ী সদর উপজেলার আলীপুর, বানীবহ ও রামকান্তপুর ইউনিয়নের শতাধিক অসহায় গরিব দুঃখী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেল এ জেলা পরিষদের ৪নং সদস্য মোঃ নাজমূল হাসান মিন্টু ৩টি ইউনিয়নে জেলা পুরিষদের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করেন।
এসময়, বানীবহ ইউয়িনের চেয়ারম্যান মোঃ শেখ গোলাম মোস্তফা বাচ্চু, রামকান্তপুর ইউয়িনের চেয়ারম্যান মোঃ হাসেম ও আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত আলী সহ মেম্বার গন উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের ৪নং সদস্য মোঃ নাজমূল হাসান মিন্টু বলেন, গরিব দুঃখী মানুষের পাশে থাকায় হলো জনপ্রতিনিধীদের মূল দায়ীত্ব।আমি সেটাই চেষ্টা করেছি মাত্র, অসহায় মানুষের পাশে থেকে সেবা করার মধ্যে আলাদা একটি অনুভূতি অনুভাব করা যায়।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/রাজ্জাক