ভোলা, ২২ জানুয়ারি, এবিনিউজ : পর্যটন শিল্পকে আরো বিকাশিত করার লক্ষ্যে নিয়ে ভোলার সর্বদক্ষিনে চরফ্যাশনে নিমার্ন করা হয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় ওয়াচ টাওয়ার। স্থানীয় সংসদ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এর নাম অনুসারে টাওয়ারটির নাম করা হয়েছে জ্যাকব টাওয়ার।
এ টাওয়ার থেকে আশপাশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করা যাবে। এর ফলে পর্যটক বাড়বে বলে আশা করছে এলাকাবাসী। আগামী ২৪ জানুয়ারী ২ দিনের সফরে ভোলায় পৌঁছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এই দৃষ্টি নন্দন স্থাপনার উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।
বাংলাদেশের সর্ব দক্ষিনে বঙ্গবসাগরের কূলঘেষে দ্বীপ জেলা ভোলার অবস্থান।এই জেলা রয়েছে নয়ন বিরাম প্রাকৃতিক সৌন্দর্য। বিশেষ করে চর-কুকরী-মুকরী, তাড়ুয়া দ্বীপ,মনপুরা,ডালচর সহ রয়েছে অসংখ্যা চর। এই চরগুলোতে রয়েছে হরিন, মহিষ সহ জেলেদের মাছ ধরার দৃশ্য সহ রয়েছে মানব সৃষ্ট সুন্দরবন ।
প্রাকৃতিক ভাবে গড়ে উঠা এই সব চরের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আশে পর্যটকরা। তাই পর্যটকদের আরো আকর্ষন করতে দ্বীপ জেলা ভোলা থেকে প্রায় আশি কিলোমিটার পথ পেরিয়ে চরফ্যাশন উপজেলায় আইফেল টাওয়ার এর আদলে নির্মাণ করা হয়েছে উপমহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার- জ্যাকব টাওয়ার।
প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ১৯ তলা বিশিষ্ট ২শ১৫ ফুট উচ্চতার এ টাওয়ারে দাঁড়িয়ে দক্ষিণের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে। থাকছে উচ্চ ক্ষমতার বাইনোকুলার, যাতে ১০০ বর্গকিলোমিটার এলাকার নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে। সবুজের বুক চিরে নদীর ঢেউ, চর কুকরি-মুকরি, বঙ্গোপসাগরের বিরাট অংশে চোখ জুড়াবে। পর্যটকদের জন্য টাওয়ারের কাছেই সুইমিংপুল আর হেলিপ্যাড সুবিধাসহ থাকছে বিলাসবহুল রেস্ট হাউস। এ টাওয়ার এ এলাকা চিত্র বদলে দেবে । এই টাওয়ার এই অঞ্চলের গৌরব ঐতিহ্যের অবদান সহ পাশাপাশি অর্থনৈতিক সামাজিক ভাবে দেশের বাইরের পর্যটকদের আর্কষন করবে।
চরফ্যাশন পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর কুতুব উদ্দিন, সমাজ কর্মী তানজিল রাফি,সাংবাদিক ইয়াছিন আরাফাত,মো: মিজানুর রহমান, আবদুল্লাহ্ আল মামুন ও প্রভাষক মনির আহমেদ শুভ্র সহ আরো অনেকে জানান- চরফ্যাশনে এই টাওয়ার টি চরফ্যাশন ও ভোলা জেলা সহ সারা বাংলাদেশের অর্থনৈতিক ও পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। এই ওয়াচ টাওয়ার শুধু চরফ্যাশন বা ভোলার নয় সারা বাংলাদেরই ভাবমূর্তি বৃদ্ধি করবে। অন্যন্য পর্যটন এলাকার সাথে চরফ্যাশন ও যুক্ত হতে যাচ্ছে। জ্যাকব টাওয়ার হচ্ছে বাংলার আইফেল টাওয়ার। এরকম টাওয়ারের জন্য পর্যটকদের ভিড় পড়বে এ এলাকায়। এ টাওয়ার চরফ্যাশনের পরিচিতিকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। এমপি জ্যাকবের উন্নয়নের ফলে চরফ্যাশন এখন পর্যটকদের কাছে বেড়ানোর একটি আদর্শ স্থান হয়ে উঠবে।
ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও বন ও পরিবশে উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব জানান, এই ওয়াচ টাওয়ার বাংলাদেশের উন্নয়নের এক অনন্য স্থাপনা। যা বহি:বিশ্বে আমাদেরকে নতুন পরিচিতি দেবে। এই টাওয়ার বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন মাত্রা সৃষ্টি করবে। উপমহাদেশের সর্বোচ্চ এই ওয়াচ টাওয়ার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে চরফ্যাশন পৌরসভা বাস্তবায়ন করেছে। টাওয়ারটির ডিজাইন করেছেন স্থপতি কামরুজ্জামান লিটন।
উল্লেখ্য,২০১৩ সালের ফেব্রুয়ারিতে এর কাজ শুরু হয়। আগামী ২৪ জানুয়ারি এ টাওয়ার উদ্বোধন করার কথা রয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের। এই টাওয়ারটি উদ্ধোধনের মধ্যে দিয়ে নতুন এক দিগন্তের উম্মচন হবে এমনটাই প্রত্যাশা সবার।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/রাজ্জাক