![ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/22/bhuanpur-tangail-pic-22-01-_121996.jpg)
ভূঞাপুর (টাঙ্গাইল), ২২ জানুয়ারি, এবিনিউজ : টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজে সোমবার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজ মাঠে আয়োজিত এ ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর বেনজীর আহমেদ।
এতে প্রধান অতিথি ছিলেনকেন্দ্রিয় আওয়ামী লীগের নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল সিআইপি। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাসুদুল হক মাসুদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল।
বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক মো. আশরাফ হোসেনও বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ আয়োজক কমিটির আহবায়ক মো.বেলায়েত হোসেন খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম পাপ্পু।
এবিএন/মো. কামাল হোসেন/জসিম/রাজ্জাক