শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • হোসেনপুরে বিদ্যুতের খুঁটির চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

হোসেনপুরে বিদ্যুতের খুঁটির চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

হোসেনপুরে বিদ্যুতের খুঁটির চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

হোসেনপুর, ২২ জানুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুতের খুঁটির চাপায় শ্রী কমল (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে হোসেনপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের পশ্চিম নিরাহারগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কমল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার রামনগর গ্রামের শ্রী কুরবুলার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে হোসেনপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিরাহারগাতি ওহেদ আলী ফকিরের মাজার সংলগ্ন এলাকায় নতুন বিদ্যুৎ লাইন নির্মাণ কাজ করছিলেন কমলসহ কয়েকজন শ্রমিক।

এসময় ভ্যান থেকে বিদ্যুতের খুঁটি নামাতে গিয়ে চাপা পড়ে কমল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এবিএন/মো: খায়রুল ইসলাম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত