বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গোদাগাড়ীতে সচেতনতামূলক কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

গোদাগাড়ীতে সচেতনতামূলক কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

গোদাগাড়ীতে সচেতনতামূলক কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

গোদাগাড়ী (রাজশাহী), ২২ জানুয়ারি, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাট পৌর বাজারে দুই দিন ব্যাপি সচেতনতামূলক কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টার সময় মেলার উদ্বোধন করা হয়। কারিতাস রাজশাহী অঞ্চলের জলবায়ু সহনশীল কৃষি (ইউকে এইড ম্যাচ ফান্ড-৩) প্রকল্প’র আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কারিতাস গোদাগাড়ীর মাঠ কর্মকর্তা শিশির কস্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের জুনিয়র কর্মকর্তা তাইবুর রহমান, প্রকল্পের দাতা সংস্থা ক্যাফোড’র সিনিয়র মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন জুনিয়র কর্মসুচি কর্মকর্তা হারুন-অর-রশিদউপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, উপজেলার শুরশুনিপাড়া ধর্মপল্লীর পুরোহিত ফাদার সুশান্ত কস্তাসহ কারিতাস রাজশাহী অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারি ও এলাকার কৃষক-কৃষানী।গোদাগাড়ীতে সচেতনতামূলক কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজ বলেন, গোদাগাড়ীর বরেন্দ্র অঞ্চল হিসেবে খাত কাকন হাট আর এই এলাকার অধিকাংশ লোক কৃষক। তাই কৃষকদের সচেতন করা ও নতুন প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য ভিন্ন আয়োজন করেন কারিতাস।

তিনি আরো বলেন, কৃষি উপকরণ ব্যবহার কৃষি পন্য চাষে সঠিক পদ্ধতি শিখার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা হয়েছে। সকল কৃষি উপকরণ, কৃষি পন্য, বীজ, সবজি উৎপাদন বৃদ্ধি, মাছ চাষ, ছাদে সবজি চাষ, বিভিন্ন বীজের প্রদর্শনীর উদ্যোগে দুদিনের এই কৃষি মেলার আয়োজন করা হয়েছে।

উক্ত মেলায় কারিতাস রাজশাহী অঞ্চলের জলবায়ু সহনশীল কৃষি প্রকল্প কর্তৃক আয়োজিত মেলায় মোট ৪০ টি স্টল রয়েছে। মেলাটি প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।গোদাগাড়ীতে সচেতনতামূলক কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মেলায় জলবায়ু পরিবর্তন জনিত তথ্য,বিভিন্ন খাদ্য দ্রব্য, মাঠ ও সবজি ফসলের প্লট,জৈব কৃষি চার্চ,সোলার সেচ প্রকল্প,আদিবাসীদের খাদ্য,বিভিন্ন কৃষি যন্ত্রপাতি,কৃষি প্রযুক্তি প্রদর্শন,২৫০ ধরনের বীজ প্রদর্শন, পিঠা প্রদর্শন, বিভিন্ন প্রজাতির মাছ, ছাগল,হাঁস,মুরগীসহ টার্কি মুরগী জনগণের মাঝে প্রদর্শন করা হয়।

মেলা উদ্বোধনের পর চাঁপাই নবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর শিল্পিদের পরিবেশনায় সচেতনতামূলক গান ও গম্ভীরা পরিবেশন করা হয়।

এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত