শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

লালমনিরহাটে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

লালমনিরহাটে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

লালমনিরহাট, ২২ জানুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটের কালীগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাংবাদিক নিয়াজ আহমেদ সিপন। আজ সোমবার বিকালে ওই ঘটনার বিচার চেয়ে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

এর আগে রবিবার রাতে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম সেনপাড়া এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। সাংবাদিক সিপন নিউজ বাংলাদেশ ও দৈনিক খোলা কাগজ পত্রিকায় কর্মরত। সে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকার হযরত আলীর ছেলে। পাশাপাশি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদেকর দায়িত্বে আছেন।

পুলিশ জানায়, রবিবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে ওই এলাকায় তাকে হত্যার চেষ্টায় হামলা চালায় একদল সন্ত্রাসী। কিছু বুঝে উঠার আগেই হামলাকারীরা সিপনকে এলোপাতারি মারপিট করে ক্যামেরা, ল্যাপটপ কেড়ে নেয়। সিপনের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে সিপনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় সোমবার বিকালে সাংবাদিক সিপন বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত