![মাদারীপুরে মাদক সন্ত্রাস নির্মুলে মতবিনিময় সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/22/mmm_122020.jpg)
মাদারীপুর, ২২ জানুয়ারি, এবিনিউজ : মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড পাকদী এলাকার আইন শৃঙ্খলালা নিয়ন্ত্রণ, ও মাদক সন্ত্রাস নির্মুল উপলক্ষে গতকাল রবিবার রাতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, উত্তম প্রসাদ পাঠক, সাবেক পৌসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, পৌরসভার মহিলা কউন্সিলার ডেইজি আফরোজ।
এসময় বক্তরা ৭নং ওয়াডকে মাদকমুক্ত করার ঘোষনা দেন এবং প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগীতা করার আশ্বাস দেন। মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার জাকির হোসেন হাওলাদার এর সভাপতিত্ব ও এমদাত হোসেন বিপ্লব এর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান মোল্লা, খন্দকার আশরাফ উদ্দিন, করিম খলিফা,খলিলুর রহমান মৃধা প্রমুখ।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/রাজ্জাক