![পাইকগাছায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/22/ppp_122022.jpg)
পাইকগাছা (খুলনা), ২২ জানুয়ারি, এবিনিউজ : খুলনার পাইকগাছায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে আজ সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে প্রাণীসম্পদ অফিস চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভা ও কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদ ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর। বিএফএ কেএম তৈয়েব আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, মফিজুল ইসলাম, রামকৃষ্ণ সাধু, রবিউল ইসলাম, কামরুল ইসলাম, ম্যাগী মল্লিক ও ফসিয়ার রহমান।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/রাজ্জাক