![পাইকগাছায় সিএইচসিপিদের ৩য় দিনের অবস্থান কর্মসূচী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/22/pppp_122023.jpg)
পাইকগাছা (খুলনা), ২২ জানুয়ারি, এবিনিউজ : খুলনার পাইকগাছায় চাকুরী জাতীয়করণের দাবীতে তৃতীয় দিনেও অবস্থান কর্মসূচী পালন করেছে কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন পাইকগাছার কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে স্থানীয় কর্মচারীরা আজ সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে ৩ দিনের অবস্থান কর্মসূচী সম্পন্ন করেন।
কর্মসূচী পালন কালে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক অনুপম বিশ্বাস, উপজেলা সভাপতি দীপক ঘোষ, সাধারণ সম্পাদক আকবর হোসেন, মিলন কুমার সরকার, আনতারা হুমাইদা, শেখ হাসানুজ্জামান, সঞ্জয় দাশ, সুজন কুমার দে, মিল্টন মন্ডল, মারুফা খাতুন, শেখ রাসেল, শিবানী মন্ডল, অমিতা মহলদার, আমানউল্লাহ, সেলিনা আক্তার, উষা রানী, তারক মন্ডল, ইমন হাসান, কেএম সাইফুল্লাহ, ছন্দা দাশ, অযোধ্যা সানা, বেবী নাজমীন, লিপিকা মন্ডল, শরিফুল ইসলাম, রাজিয়া সুলতানা, ফিরোজা আক্তার, স্বপ্না ঘোষ, সালাম গাজী, আবুল কালাম আজাদ, শামছুন্নাহার, পূর্ণিমা মন্ডল, জাহাঙ্গীর আলম, মমতাজ বেগম, গণপতি মন্ডল ও আজহারুল ইসলাম। মঙ্গলবার এসোসিয়েশনের পক্ষ থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করা হবে।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/রাজ্জাক