![পাইকগাছা কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/22/p_122025.jpg)
পাইকগাছা (খুলনা), ২২ জানুয়ারি, এবিনিউজ : খুলনার পাইকগাছা সরকারি কলেজে পূজা আর্চনা, অঞ্জলী প্রদান ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী।
উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বৈদ্য, বিনয় কুমার মন্ডল, তরুণ কান্তি মন্ডল, সোমা রায়, সুফল চন্দ্র মন্ডল, সহকারী শিক্ষা কর্মকর্তা শোভা রায়, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, শিক্ষক চুমকি রায়, সাংবাদিক এন ইসলাম সাগর ও শিবপদ মুখার্জী।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/রাজ্জাক