![টঙ্গীতে আগুন পুড়ল ৩০ ঘর](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/23/agun-home_122036.jpg)
গাজীপুর, ২৩ জানুয়ারি, এবিনিউজ : গাজীপুরে শীত নিবারণে খড়কুটো দিয়ে জ্বালানো আগুনে পুড়ে গেল টঙ্গী রেলওয়ে বস্তির ৩০টি ঘর। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার দিনগত রাত পৌনে ২টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, রাতে শীত নিবারণে খড়কুটো দিয়ে আগুন জ্বালান বস্তির কয়েকজন লোক। অসাবধানবশত একটি ঝুপড়ি ঘরে আগুন লেগে তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বস্তির ৩০টি টিনের ঘর পুড়ে গেছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ